১৯৭১ সালের সেপ্টেম্বরের ১৮-২০ তারিখে ভারতের নয়া দিল্লিতে "মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ও শরণার্থী" বিষয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সটিতে ২৪ টি দেশের ১৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কনফারেন্সে গৃহীত মূল সিদ্ধান্তগুলো ছিল-

১. সকল রাষ্ট্রকে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য অনুরোধ জানানো।
২. বাংলাদেশকে সামরিক ও আর্থিক সহযোগিতা করা।
৩. বাংলাদেশে পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী সৃষ্ট মানবিক বিপর্যয় বন্ধে চাপ দেয়া।
৪. পাকিস্তানকে কোন সামরিক সহযোগিতা না করার জন্য আন্তর্জাতিক মহলে অনুরোধ জানানো।
৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনের জন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে সহযোগিতার জন্য একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা।

এই কনফারেন্সে অস্ট্রেলিয়া থেকে অংশগ্রহণ করেছিলেন পাঁচজন। এদেরই একজন ছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (ANU) রাজনীতি বিজ্ঞান বিভাগের সিনিয়র টিউটর স্যালি-অ্যান রে।
অস্ট্রেলিয়া ফিরে ১৯৭১ সালের ১৪ অক্টোবর উনি নয়াদিল্লি আন্তজার্তিক কনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে অবহিত করেছিলেন।

বাংলাদেশের এই জন্মবন্ধু ড. স্যালি-অ্যান রে সম্পর্কে বেশি কিছু জানতে পারিনি। ANU-এর ওয়েব সাইটে ১৯৭৪ সালে প্রকাশিত "Coalition and conflict : the united front governments of West Bengal, 1967 and 1969-70" নামে স্যালি-অ্যান রে'র পিএইচডি থিসিস দেখা যায়।

ড. স্যালি-অ্যান রে'র মত কত অজানা জন্মবন্ধু আছেন বাংলাদেশের... শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা।